শাহ আমানতে ২৫২ কার্টন বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২১ পিএম, ৩১ আগস্ট ২০২১

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাইফেরত আনিসুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে ২৫২ কার্টন বিদেশে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থার সদস্যরা এসব সিগারেট জব্দ করেন।

বন্দর সূত্রে জানা যায়, আনিসুল ইসলামের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। তিনি আজ সকাল ৭টার দিকে দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন। পরে গোয়েন্দা সংস্থার সদস্যরা তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২৫২ কার্টন বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করেন।

শাহ আমানত বিমানবন্দরে উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ‘জব্দকৃত সিগারেটসহ আনিসুল ইসলামকে বিমানবন্দর কাস্টমস হাউসের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মিজানুর রহমান/ইএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।