রোবটিক প্রযুক্তি উন্নত দেশের পর্যায়ে নিয়ে যাবে : জয়


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৫

রোবটিক প্রযুক্তি বাংলাদেশকে উন্নত দেশের পর্যায়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) একটি বিশেষায়িত ল্যাব উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

জয় বলেন, এই ল্যাবের মাধ্যমে আমরা বছরে ৫০ হাজার তরুণ-তরুণীকে আইটি প্রশিক্ষণ দেবো। এই প্রযুক্তির প্রতি আমাদের দেশের তরুণ-তরুণীরা আকৃষ্ট হচ্ছে দেখে আমি আনন্দিত ও গর্বিত।

গেম প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় বলেন, এর গ্রাফিক্স মান দেখে আমি অবিভূত। এর নির্মাতাদের আমি অভিনন্দন জানাচ্ছি।

এসময় অন্যান্যের মধ্যে আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার এবং আইসিটি ডিভিশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।