গ্রামের উন্নয়ন ছাড়া রোল মডেল বাস্তবায়ন সম্ভব নয়
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার করে গ্রামাঞ্চলে সুষম উন্নয়ন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। গ্রাম-গঞ্জের উন্নয়ন ছাড়া রোল মডেল বাস্তবায়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রকৌশল অধিদফতরের আয়োজনে চিরিরবন্দর উপজেলার বলাইবাজারে ৩ কি. মি. নবনির্মিত পাকা সড়কের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে প্রচুর সম্পদ রয়েছে। আর সেই সম্পদকে কাজে লাগিয়ে দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই। কিন্তু সমস্যা একটাই। দেশে কিছু রাজনৈতিক দল আছে, তারা ক্ষমতায় থেকে দেশের কোনো উন্নয়ন করতে পারেনি। এখন দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র শুরু করেছে।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিদেশিদের হত্যা, গুলি ও বোমা মেরে মসজিদ-মন্দিরে হামলা মাধ্যমে বিএনপি-জামায়াত যত ষড়যন্ত্র করুক উন্নয়নে বাধাগ্রস্ত করতে পারবে না। ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ প্রমুখ।
এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি