হোবার্টে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন হ্যাজলউড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৫ ডিসেম্বর ২০১৫

হোবার্টের বেলেরিভ ওভালে ওয়েস্ট ইন্ডিজকে একাই দুমড়ে-মুচড়ে দিয়েছিলেন অসি পেসার জস হ্যাজলউড। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৭ উইকেট। বাঁ-হাসি পেসার মিচেল জনসনের অবসর ঘোষণা, আরেক পেসার মিচেল স্টার্কের ইনজুরির সুবাধে এখন অস্ট্রেলিয়ার মূল বোলারেই পরিণত হয়েছেন যেন ২৫ বছর বয়সী এ পেসার। ক্যারিবীয়দের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কারও অবশ্য পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে।

আইসিসি থেকে প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে দেখা যাচ্ছে সেরা ১০ টেস্ট বোলারের তালিকায় ঢুকে পড়েছেন অস্ট্রেলিয়ার ডানহাতি এ পেসার। চারধাপ এগিয়েছেন তিনি। বোলারদের র্যাংকিংয়ে এখন হ্যাজলউড রয়েছেন ৭ নম্বর স্থানে। তবে বোলারদের শীর্ষস্থান থেকে ডেল স্টেইনকে সরাতে পারেনি কেউ। শীর্ষ ৬টি স্থানই রয়েছেন অপরিবর্তিত। যথাক্রমে, স্টেইন, অশ্বিন, এন্ডারসন, ইয়াসির শাহ, স্টুয়ার্ট ব্রড এবং ট্রেন্ট বোল্ট।

তবে ব্যাটসম্যানদের তালিকায় পরিবর্তণ এসেছে বেশ। শীর্ষস্থান হারিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথ। শীর্ষস্থানে ছিলেন তিনি যৌথভাবে ইংল্যান্ডের জো রুটের সঙ্গে। কিন্তু রুট আগের অবস্থানে থেকে গেলেও স্টিভেন স্মিথ নেমে গেছেন চতুর্থ স্থানে। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তার পরেই রয়েছেন শ্রীলংকার বিপক্ষে ডানেডিন টেস্টে ৮৮ এবং ৭১ রানের দুটি ইনিংস খেলা কেনে উইলিয়ামসন।

সেরা দশটি স্থানে আরও রয়েছেন যথাক্রমে, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ইউনিস খান, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, হাশিম আমলা, অ্যালিস্টার কুক এবং মিসবাহ-উল হক।

অলরাউন্ডারদের তালিকায় কোন পরিবর্তণ নেই। ৪০৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ভারতের রবিচন্দ্র অশ্বিনই। দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।