শফিউলের খুনিদের গ্রেফতারের নির্দেশ প্রধানমন্ত্রীর


প্রকাশিত: ০৪:১৮ এএম, ১৬ নভেম্বর ২০১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহযোগী অধ্যাপক শফিউল ইসলামের হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে খুনিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকালে এই হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন বলে ওইদিন রাতে তার প্রেসসচিব একেএম শামীম চৌধুরী নিশ্চিত করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলামকে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাউল সাধক লালনভক্ত এই শিক্ষককে কারা হত্যা করেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব শামীম চৌধুরী বলেন, ‘হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং এ কাপুরুষোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। প্রধানমন্ত্রী প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।’

প্রধানমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।