মিরপুরে ভোজন বাড়ি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৯ পিএম, ২৪ আগস্ট ২০২১

অপরিচ্ছন্ন অবস্থায় খাবার বিক্রি এবং নিবন্ধন না থাকায় মিরপুরের ভোজন বাড়ি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে রেস্টুরেন্টটি অনিবন্ধিত এবং অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। এছাড়া স্বাস্থ্য সনদও পাওয়া যায়নি। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করে ঘটনাস্থলে তাৎক্ষণিক আদায় করা হয়।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদারসহ অন্যান্য সহকারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এনএইচ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।