শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন শ্যানন


প্রকাশিত: ০৩:৪৮ এএম, ১৫ ডিসেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ও রাষ্ট্রদূত থমাস শ্যানন দুই দিনের সফর শেষে সোমবার বিকেলে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রোববার সকালে তিনি ঢাকায় আসেন।

শ্যানন তার ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র সরকারি ও সংসদ নেতৃবৃন্দ, বিরোধী দল, গণমাধ্যম, সুশীল সমাজ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

শ্যাননের সফর সঙ্গী ছিলেন- দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও দক্ষিণ এশিয়ার উপ-সহকারী সচিব মনপ্রিত সিং আনন্দ।

মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে, তার এই সফর নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়, শ্যানন বাংলাদেশের উন্নয়নের সাফল্যে এবং ক্রমাগত উত্তরণ দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।