বালিয়াকান্দিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সমাধিনগর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, বাগেরহাটের মংলা উপজেলার দক্ষিণ বাশতলা গ্রামের বাসিন্দা ওই স্কুলছাত্রী। সে বালিয়াকান্দি উপজেলার শালমারা গ্রামে তার মায়ের মামা বাড়ীতে থেকে শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করতো। দীর্ঘদিন যাবৎ একই গ্রামের রেজাউল করিম বারেকের ছেলে সোহাগ (২২) স্কুলে যাওয়া আসার পথে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সোহাগের প্রস্তাবে রাজি না হলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। বিষয়টি ওই ছাত্রী তার মা ও নানাকে জানালে তারা সোহাগের বাবা-মকে বিষয়টি অবগত করেন।
গত রোববার দুপুর দেড়টার দিকে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ী ফেরার পথে শালমারা মাছ বাজারে পৌঁছালে সোহেল (৩২), শাওন (১৯), আইজুদ্দিন ফকিরের ছেলে রেজাউল করিম ওরফে বারেক (৫৫), রেজাউল করিমের স্ত্রী সুফিয়া খাতুনের (৫০) সহযোগিতায় জোড়পূর্বক মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায় সোহাগ।
এ ব্যাপারে ছাত্রীর মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, সোমবার সকালে উপজেলার সমাধিনগর এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
এসময় অপহরণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার ওই ছাত্রীকে রাজবাড়ী হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে।
রুবেলুর রহমান/বিএ