বাঁশখালীতে ৩০ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪২ পিএম, ২২ আগস্ট ২০২১

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৩০ মামলার আসামি মো. আলমগীর ওরফে দিদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সঙ্গে তার আরেক সহযোগী মো. বাদশাকেও (৪০) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুটি এলজি ও ছয় রাউন্ড গুলি জব্দ করে র্যাব।

রোববার (২২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

jagonews24

তিনি বলেন, ‘শনিবার বিকেলে বাঁশখালীর বশির উল্লাহ মিয়াজি বাজার এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদকদ্রব্য নিয়ে একদল লোক উপজেলা সদরের দিকে আসছে- এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে একটি অটোরিকশাকে থামানোর সংকেত দেয়া হয়। কিন্তু অটোরিকশাটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়। পরবর্তীতে সেখান থেকে দুই ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়।’

নুরুল আবছার বলেন, ‘গ্রেফতারকৃত দুই আসামিকে জব্দ করা অস্ত্র ও গুলিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।’

মিজানুর রহমান/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।