ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা


প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫

বিজয়ের মাসে গ্রামাঞ্চলের মানুষকে আনন্দ দিতে ঠাকুরগাঁওয়ে হয়ে গেলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। এমন আয়োজনকে ঘিড়ে হাজার হাজার দর্শকের সমাগমে মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ। স্থানীয় একদল যুবকের উদ্যোগে আয়োজন করা হয় ব্যতিক্রমী এ খেলার।

সোমবার বিকেলে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের জাহানপাড়া গ্রামে অনুষ্ঠিত হয় এ খেলা। উত্তরের জনপদ ঠাকুরগাঁও জেলায় বিনোদনের তেমন কোনো জায়গা না থাকায় গ্রামঞ্চলের মানুষকে আনন্দ দিতেই এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন।

খেলায় ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুরসহ সাত জেলার ২১ জন খেলোয়াড় ঘোড়া নিয়ে এতে অংশ নেয়। আর এ খেলা উপভোগ করতে জেলা শহর ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার কয়েক হাজার নারী-পুরুষ, শিশু কিশোরসহ সব বয়সী মানুষ উপস্থিত হয়।

খেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী, সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, জেলা আ.লীগের সহ-সভাপতি মাহাবুবু রহমান খোকন, দফতর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্ট, সাবেক জেলা ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু প্রমুখ।

খেলাকে ঘিড়ে আনন্দ উল্লাসে মুখরিত হয়ে ওঠে জাহানপাড়া গ্রাম। প্রতিযোগিতায় অংশ নেয়া নীলফামারী জেলার ডোমারের খেলোয়াড় আব্দুল বাকি প্রথম হন।

রবিউল এহসান রিপন/বিএ    

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।