দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতি মিনিটে পাঁচ নবজাতকের মৃত্যু


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫

দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতি মিনিটে গড়ে পাঁচ নবজাতকের অকাল মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। সোমবার বিশ্ব সংস্থা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়।

সংস্থাটি বলছে, এ অঞ্চলের মোট নবজাতকের মৃত্যুর দুই তৃতীয়াংশই প্রতিরোধ করা সম্ভব। সন্তান প্রসবের সময় ও প্রসব পরবর্তী ২৪ ঘণ্টা মা ও নবজাতকের গুণগত মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে বিভিন্ন জটিলতা ও সংক্রমণ পরিহারের মাধ্যমে নবজাতকের মৃত্যুহার উল্লেখযোগ্য সংখ্যায় হ্রাস করা সম্ভব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ব্যয় সাশ্রয়ী পদ্ধতিতেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। নবজাতকের মৃত্যুরোধে সরকার, বেসরকারি ও এনজিও প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট পদ্ধতিতে কাজ করার তাগিদ দেয়া হয়েছে।

ইতোমধ্যে বিভিন্ন দেশের ১২জন বিশেষজ্ঞের সমন্বয়ে টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক ড. পুনম ক্ষেত্র পাল।

তিনি বলেন, এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনে এ অঞ্চল পাঁচ বছরের নিচের শিশু মৃত্যুহ্রাসে উল্লেখযোগ্য সফলতা পেলেও নবজাতকের মৃত্যুরোধে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি।

১৯৯০ সালে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর সংখ্যা ছিল প্রতি হাজার জীবিত শিশুতে ১১৮ জন। ২০১৫ সালে সেটি শতকরা ৬৪ ভাগ কমে নেমে এসেছে মাত্র ৪৩ জনে। একই সময়ে নবজাতকের মৃত্যুহার প্রতি হাজারে ৫৩ থেকে ৩৪ তে নেমে আসে।

দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও নেপাল-এ পাঁচটি দেশ অধিক ঝুঁকিপূর্ণ। মোট নবজাতকের মৃত্যুর শতকরা ৩০ ভাগেরই এ অঞ্চলে মৃত্যু হয় বলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) জানিয়েছে।

এমইউ/এসকেডি/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।