জিয়া দেশকে মিনি পাকিস্তান বানিয়েছিলেন
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতায় এসে বাংলাদেশকে মিনি পাকিস্তান বানিয়েছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিম।
সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধামন্ত্রী শেখ হাসিনা।
শেখ সেলিম বলেন, বঙ্গবন্ধুকে খুনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিকে সবচেয়ে কলুষিত করেছিলেন। তিনি কুখ্যাত রাজাকার শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করেছিলেন। যারা পাকিস্তানের ভিসা নিয়ে দেশের বাইরে গিয়েছিলেন, জিয়াই তাদের ফিরিয়ে এনেছেন। তার কারণেই যুদ্ধপরাধের বিচার বন্ধ ছিল।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের ধারাবাহিকতায় বিএনপি নেত্রী যুদ্ধাপরাধীদের বাঁচাতে সন্ত্রাস করছে। বাংলার মাঠিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে খালেদা জিয়ারও বিচার হবে বলে মন্তব্য করেন শেখ সেলিম।
এসময় তিনি পলাতক যুদ্ধপরাধীদের ফেরত দিতে পশ্চিমা বিশ্বের কাছে আহ্বান জানান।
অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখেন।
এএসএস/একে/আরআইপি