আসিফ নজরুলকে ছাত্রলীগের হুমকি ‘বেয়াদবি’ হিসেবে দেখছেন জাফরুল্লাহ

ফেসবুকের একটি পোস্টের জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলকে ছাত্রলীগের হুমকি ও তার কক্ষে তালা লাগানোকে ‘বেয়াদবি’ হিসেবে দেখছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এজন্য দলের সভাপতি হিসেবে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসিফ নজরুলের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে শাহবাগে ঢাবি শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুলকে হুমকি ও তার কক্ষে তালা দেয়ার প্রতিবাদে সচেতন নাগরিক সমাজ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এসব কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আসিফ নজরুলের মতো ব্যক্তিকে যে জাতি সম্মান করতে শেখেনি সেই জাতির কপালে বিপর্যয় আছে। প্রধানমন্ত্রী, যারা আজ শিক্ষককে অপমান করছে তাদেরকে আটকাতে আপনার দায়িত্ব আছে। এরা সবাই ছাত্রলীগের, আপনি তাদের সভাপতি। আওয়ামী লীগের সভাপতি হিসেবে আপনার একটা নৈতিক দায়িত্ব আছে। সেই নৈতিক দায়িত্ব হলো, যারা অন্যায় আচরণ করেছে তাদের পক্ষ থেকে আপনার আসিফ নজরুলের কাছে ক্ষমা চাওয়া।’

jagonews24

তিনি আরও বলেন, ‘আসিফ নজরুল কতো বড় একজন গুণী মানুষ তা ছোট্ট একটা ঘটনা বললেই পরিষ্কার হয়। আমি আর ড. কামাল হোসেন একবার বিমানে করে ফিরছিলাম। বিমান সমস্যার কারণে একটা জায়গায় আমরা বিরতি নিই। সেখানে অক্সফোর্ডের একজন শিক্ষক আমাকে জিজ্ঞেস করলেন, আসিফ নজরুলকে চিনো? আমি তখন বললাম, তাকে ভালোভাবেই চিনি। তিনি বললেন, আমি তাকে (আসিফ নজরুলকে) বলেছিলাম, তুমি অক্সফোর্ডে শিক্ষকতা করো, পৃথিবীতে তোমার মতো লোক দরকার আছে। কিন্তু সেই আসিফ নজরুল নিজের দেশে ফিরে এসে অধ্যাপনা করছেন।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

আল-সাদী ভূঁইয়া/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।