শেষ ষোলয় মুখোমুখি বার্সা-আর্সেনাল


প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে মেসি-নেইমারদের। কারণ শেষ আটে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট আর্সেনালের। প্রিমিয়ার লিগে শীর্ষে রয়েছে এখন আর্সেন ওয়েঙ্গারের দল। স্প্যানিশ লা লিগায়ও শীর্ষে রয়েছে বার্সেলোনা। ২০১১ সালেও দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল এই দুই দল। তবে, সেবার গানারদের বিদায় করে দিয়ে পরের রাউন্ডে উঠেছিল বার্সেলোনা।

চ্যাম্পিয়ন্স লিগের জমজমাট ড্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে গেলো আজ। লটারি ভাগ্যে এই রাউন্ডে মুখোমুখি দুই সেরা লিগের শীর্ষে থাকা দুই দল। শুধু ২০১১ সালে নয়, ২০০৬ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও মুখোমুখি হয়েছিল আর্সেনাল-বার্সেলোনা। সেবার প্যরিসে অনুষ্ঠিত ফাইনালে রোনালদিনহোদের কাছে ২-১ গোলে হেরেছিল থিয়েরি অঁরিরা। শুধু তাই নয়, আর্সেনাল কিন্তু গত পাঁচ মৌসুম টানা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিচ্ছে। যার মধ্যে একবার তারা মুখোমুখি হয়েছিল বার্সেলোনার।

বার্সেলোনার চেয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ ষোলয় ইতালিয়ান সিরি-এ ক্লাব এএস রোমার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে তারা ৮-০ গোলে হারিয়েছিল মালমোকে। একই সঙ্গে গ্রুপ পর্বেই ১১টি গোল করার অনন্য রেকর্ড গড়েছেন রোনালদো। এবার নকআউট স্টেজে এসে সেই রেকর্ড আরও বাড়িয়ে নেয়ার সামনে দাঁড়িয়ে রোনালদো।

হোসে মরিনহোর ক্লাব চেলসি দ্বিতীয় রাউন্ডে পেলো ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজির)। গত মৌসুমেও শেষ ষোলয় মুখোমুখি হয়েছিল এই দুই ক্লাব। তবে, সেবার অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে চেলসিকে বিদায় করে দিয়ে পরের রাউন্ডে উঠেছিল পিএসজিই। স্ট্যামফোর্ড ব্রিজে ২-২ গোলে ড্র করার কারণে, বিদায় ঘটে চেলসির।

UEFA-Champions-League
কঠিন প্রতিপক্ষ পেয়েছে গতবারের ফাইনালিস্ট ইতালিয়ান সিরি-এ চ্যাম্পিয়ন জুভেন্তাস। শেষ ষোলয় তারা মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট ম্যানসিটি শেষ ষোলয় পেলো ডায়নামো কিয়েভেকে। স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ পেয়েছে ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেনকে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগের খেলাগুলো শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। ওইদিন মুখোমুখি হবে চেলসি-পিএসজি, বেনফিকা-জেনিত, এএস রোমা-রিয়াল মাদ্রিদ, জেন্ট-ভলফসবার্গ। ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে আর্সেনাল-বার্সেলোনা, জুভেন্তাস-বায়ার্ন, পিএসভি-অ্যাটলেটিকো, ডায়নামো কিয়েভ-ম্যানসিটি।

শেষ ষোলয় কে কার মুখোমুখি
জেন্ট - ভলফসবার্গ
এএস রোমা - রিয়াল মাদ্রিদ
পিএসজি - চেলসি
আর্সেনাল - বার্সেলোনা
জুভেন্তাস - বায়ার্ন মিউনিখ
পিএসভি - অ্যাটলেটিকো মাদ্রিদ
বেনফিকা - জেনিত
ডায়নামো কিয়েভ - ম্যানচেস্টার সিটি

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।