কুমিল্লায় পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: আটক ২
কুমিল্লায় পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় লিখিত উত্তরপত্র জালিয়াতির অভিযোগে সেফায়েত ও তাসাউফ নামের ২ ভর্তিচ্ছু প্রার্থীকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
জানা যায়, গত ৩ ডিসেম্বর পুলিশ কনস্টেবল নিয়োগ ও বাছাই পরীক্ষার কার্যক্রম কুমিল্লা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে প্রাথমিকভাবে নির্বাচিতদের লিখিত পরীক্ষা ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ওই লিখিত পরীক্ষায় অংশ না নিয়ে অন্যের মাধ্যমে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় জেলার চৌদ্দগ্রাম উপজেলার সাহাপুর গ্রামের খোরশেদ আলমের পুত্র সেফায়েত উল্লাহ এবং দেবিদ্বার উপজেলার ওয়াহেদপুর গ্রামের আ. মতিনের ছেলে তাসাউফ। কিন্তু রোববার প্রকৃত পরীক্ষার্থী সেফায়েত ও তাসাউফ ভূইয়া মৌখিক পরীক্ষা দিতে আসার পর উত্তর পত্রের সঙ্গে তাদের প্রশ্নের উত্তর ও হাতের লেখা অসঙ্গতি পেয়ে তাদের আটক করা হয়। পরে রাতে তাদের জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে সোপর্দ করা হয়।
ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জালিয়াতির মাধ্যমে অন্যের দ্বারা পরীক্ষা দেয়ার বিষয়টি স্বীকার করেছে।
এ বিষয়ে ডিবির এস.আই শাহ কামাল আকন্দ জানান, আটক ২ পরীক্ষার্থীর স্বীকারেক্তির ভিত্তিতে সালিয়াতির সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় কুমিল্লা পুলিশ লাইনের রিজার্ভ অফিসার (আর.ও) মো. জয়নাল আবেদীন বাদী হয়ে সোমবার সন্ধ্যায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।
কামাল উদ্দিন/এমএএস/আরআইপি