বিমানবন্দর থেকেই দেশে ফিরলেন পাকিস্তানি ব্যাংক কর্মকর্তা


প্রকাশিত: ১১:২০ এএম, ১৪ ডিসেম্বর ২০১৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই দেশে ফিরে গেলেন স্টেট ব্যাংক অব পাকিস্তানের সিনিয়র জয়েন্ট ডিরেক্টর আসমা খালিদ। তার পাসপোর্টে বাংলাদেশের ভিসা না থাকায় তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হয়নি বলে জাগো নিউজকে নিশ্চিত করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
 
এর আগে রোববার রাতে ঢাকায় আসেন আসমা। এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কাস্টমস বিভাগের এক কর্মকর্তা জাগো নিউজকে জানান, নিয়ম অনুযায়ী ভিসা ছাড়া কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না। তবে বেশ কয়েকটি দেশের পর্যটকেরা অন এরাইভাল ভিসার সুযোগ পেলেও পাকিস্তানের নাগরিকদের এই ভিসা দেয়া হয় না। তাই তাকে অনুমতি দেয়া হয়নি। তিনি সোমবার রাত থেকে বেশ কয়েকজনের সঙ্গে ফোনে যোগাযোগ করেও বাংলাদেশে প্রবেশ করতে পারেননি তিনি।
 
জানা যায়, আসমা একটি আন্তর্জাতিক ওয়ার্কশপে যোগ দিতে ঢাকায় এসেছিলেন। তবে বিমানবন্দরে প্রবেশ করতে না পেরে দুপুর তিনটায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পিআইএ-২৬৭ ফ্লাইটে করাচির উদ্দেশ্যে রওনা হন।
 
এআর/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।