সিরিজের ফাইনালে সাইনা


প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৫ নভেম্বর ২০১৪

দীর্ঘদিন পর ফের কোর্টে স্বমহিমায় সাইনা! চিনা ওপেন সুপার সিরিজের ফাইনালে পৌঁছলেন ভারতের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা। শনিবার সেমিফাইনালে স্থানীয় লিয়ু জিংকে স্ট্রেট গেম (২১-১৭, ২১-১৭) হারান লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাইনা। রবিবার ফাইনালে সাইনা খেলবেন জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে।

হাইজিয়া অলিম্পিক স্পোর্টস সেন্টারে ৪৭ মিনিটের লড়াইয়ে বিশ্বের পাঁচ নম্বর সাইনার সামনে দাঁড়াতেই পারেনি বিশ্বের ১৭ নম্বর চিনা খেলোয়াড়। শুরুতে অবশ্য ব্যাকফুটে ছিলেন সাইনা। ৪-৭ পিছিয়ে থেকে বিরতিতে ১১-১০ এগিয়ে যান ভারতীয় খেলোয়াড়। পর আর পিছনে তাকাতে হয়নি সাইনাকে। ১৯-১৩ এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ২১-১৭ প্রথম গেম জিতে নেন তিনি। দ্বিতীয় গেমেও একই ব্যবধানে জিতে ম্যাচ পকেটে পুরে নেন সাইনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।