ব্যাংক এশিয়ার নতুন ডিএমডি জহিরুল আলম
ব্যাংক এশিয়া লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসাবে যোগ দিয়েছেন মুহাম্মদ জহিরুল আলম । এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)- এ সিনিয়ির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
দীর্ঘ ২২ বছরের কর্মজীবনে জহিরুল আলম শাখা ও প্রধান কার্যালয়ে ব্যাংকিং পেশার বহু গুরুত্বপূর্ণ দিক, বিশেষ করে ক্রেডিট অপারেশন-এ, দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
জহিরুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করে ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৮ সালে তিনি প্রাইম ব্যাংকে যোগদান করেন। ব্যাংক এশিয়ায় যোগদানের পূর্বে ২০০৮-২০১৫ পর্যন্ত তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে (ইউসিবিএল) গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। জহিরুল আলম পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির জন্য আমেরিকা, জার্মানি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, চীন, মালয়েশিয়া এবং থাইল্যান্ড ভ্রমণ করেছেন।
এসএ/এসকেডি/আরআইপি