টেকনাফে অর্ধকোটি টাকার ট্রলার ও মাছসহ আটক ১
কক্সবাজারের টেকনাফে ৫৭ লাখ টাকা মূল্যের ট্রলার ও মাছসহ একব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালী খালের মোজাহার ফিশিংয়ের কোল্ড স্টোরেজ থেকে মাছগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মো. বেলাল (৩৫)। তিনি নতুন পল্লান পাড়া এলাকার হাজী আব্দুল গফুরের ছেলে।
টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবু জার আল জাহিদ জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর বিওপির সুবেদার মো. রাকিবের নেতৃত্বে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাছ নিয়ে কায়ুকখালী খাল থেকে ট্রলারসহ তাকে আটক করা হয়। ট্রলারটির আনুমানিক মূল্য ৫০ লাখ ও মাছের মূল্য প্রায় ৭ লাখ ৮ হাজার ৪শ` টাকা হবে বলে জানান তিনি।
মাছসহ ট্রলারটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন তিনি।
সায়ীদ আলমগীর/এমজেড/এমএস