চিড়িয়াখানায় নতুন অতিথি দুর্জয়-অবন্তিকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৬ আগস্ট ২০২১

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় আড়াই মাস আগে বাঘ পরিবারে নতুন দুই অতিথির আগমন ঘটে। এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে বাঘ। নাম রাখা হয়েছে অবন্তিকা ও দুর্জয়। সোমবার (১৬ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে বাঘ শাবক দুটির নামকরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

jagonews24

মন্ত্রী বলেন, বিধিনিষেধে নির্মল পরিবেশে অনেক প্রাণির প্রজনন ভালো হয়েছে। হরিণ বেড়ে যাওয়ায় বাইরে বিক্রি করতে হয়েছে। বক পাখির প্রজনন বেড়ে যাওয়ায় অনেক উন্মুক্ত করা হয়েছে। তিনি প্রায় ১৫টি বক উন্মুক্ত করেন। বকগুলোর মধ্যে ছিল ওয়াক্স বক, কানি ও পানি বক।

jagonews24

তিনি বলেন, মোট ২৪৬টি পাখি আজ অবমুক্ত করা হয়েছে। পশু-পাখির সংকুলান করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। খাবার ভালো হওয়ার কারণে পুরান ঢাকার বানর এখানে খেতে আসছে।

jagonews24

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতিফ জানান, করোনায় প্রায় দেড় বছর দর্শনার্থীর চাপ না থাকার সুযোগে প্রাণিরা নিজস্ব পরিবেশ ফিরে পায়। সেই সুযোগে আড়াই মাস আগে জন্ম নেয় বাঘ শাবক। চিড়িয়াখানা খুললে দর্শনার্থীরা বাঘ শাবক দুটি দেখতে পারবেন বলেও জানান তিনি।

এসএম/এমএসএম/এমআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।