শহীদ বুদ্ধিজীবীদের আত্মা আজ শান্তিতে


প্রকাশিত: ০৭:৫০ এএম, ১৪ ডিসেম্বর ২০১৫

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার এবং দণ্ড কার্যকরের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাচ্ছে। শীর্ষ যুদ্ধাপরাধীদেরর বিচারের মধ্য দিয়ে এবারের বিজয় বিশেষ অর্থবহ বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার রায়েরবাজার বধ্যভূমি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।   

মন্ত্রী বলেন, জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যেই পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে। তারা জানতো, যুদ্ধে পরাজয় নিশ্চিত। পিছু হঠার প্রাক্কালে জাতির সর্বোচ্চ ক্ষতি করার উদ্দেশ্যে সূর্য সন্তানদের হত্যা করে। আর এই গুপ্তহত্যায় সহযোগিতা করে এ দেশরই রাজাকার, আলবদর বাহিনী।

তিনি বলেন, আজ যুদ্ধাপরাধের বিচারের মধ্য দিয়ে জাতি অভিশাপমুক্ত হচ্ছে। বুদ্ধিজীবীদের আত্মা আজ পরিতৃপ্ত। এই বিচার সম্পন্ন করেই আমরা জাতিসত্বার সঠিক পথ নির্ধারণ করতে যাচ্ছি।

এসময় সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএসএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।