হাতিরঝিলে মানুষের ভিড়
জাতীয় শোক দিবসে সরকারি ছুটি থাকায় ভিড় জমেছে রাজধানীর হাতিরঝিলে। পরিবারের সদস্য ছাড়াও বন্ধুদের নিয়ে দলে দলে সেখানে ঘুরতে এসেছেন রাজধানীর বিভিন্ন এলাকার নাগরিকরা।
আজ (রোববার) বিকেলে হাতিরঝিলে গিয়ে দেখা যায়, পুলিশ প্লাজার পাশের নতুন মাঠ, তিনটি সেতু ও বাঁধানো ঘাটগুলোতে শত শত নারী-পুরুষ বসে গল্প করছেন। এছাড়া পুরো হাতিরঝিলের রাস্তার পাশের বসার জায়গাগুলোতে রয়েছে লোকজনের সমাগম।
এদের মাঝে কেউ কেউ ওয়াটারবাসে ভ্রমণ করছিলেন। এতে ওয়াটারবাসের কাউন্টারগুলোতেও ছিল মানুষের দীর্ঘ সারি।
মাতুয়াইল থেকে আসা লিয়াকত আলী বলেন, ‘দীর্ঘদিন পর বের হওয়ার সুযোগ হয়েছে। আসলে দীর্ঘদিন করোনায় বন্দি থেকে হাঁপিয়ে গেছি।’
লিমন নামের এক যুবক বলেন, ‘করোনার কারণে আমরা দীর্ঘদিন মোটামুটি ঘরবন্দি। দূরে কোথাও ঘুরতে যেতে পারি না। এখন বাসার কাছে হলেও হাতিরঝিলে এসে ভালো লাগছে।’
হাতিরঝিলে প্রচুর লোকের সমাগম হওয়ায় ভ্রাম্যমাণ হকারদের সংখ্যাও বেড়েছে। পানি, বাদাম, ফুল, আইসক্রিম, ডাবসহ নানা ধরনের খাবার বিক্রি করছেন তারা। কেউ কেউ আবার বেলুনসহ খেলার সামগ্রী নিয়ে বসেছেন।
এনএইচ/এমএইচআর/এএসএম