বাংলাদেশের ভবিষ্যৎও নিশ্চিত করতে চাই : জয়


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১৫ নভেম্বর ২০১৪

আমরা শুধু বর্তমান নয়, বাংলাদেশের ভবিষ্যৎও নিশ্চিত করতে চাই। আওয়ামী লীগের স্বপ্ন শুধু বর্তমান নয়; আওয়ামী লীগ ভবিষ্যৎকেও নিশ্চিত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর রিসার্স অ্যান্ড ইনিশিয়েটিভের (সিআরআই) উদ্যোগে ‘ইয়ং বাংলা’ প্লাটফর্ম কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

জয় বলেন, তরুণরাই আমাদের ভবিষ্যৎ। দেশের যে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে তা আমরা ধরে রাখতে চাই। বর্তমানে যারা বয়স্ক, ভবিষ্যতে তারা থাকবেন না। তখন যুবকদের করণীয় কী হবে, তা নির্ধারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, কর্মসংস্থানের জন্য সরকারের পক্ষ থেকে হাজার হাজার যুবককে বিভিন্ন কাজে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ইন্টার্নশিপ কর্মসূচি শুরু করেছে। আমরা শুধু যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই না; চাই তাঁরা নিজেদের উদ্যোগে কিছু করুক।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।