তবুও অতৃপ্ত সাব্বির


প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৫
দারুণ ব্যাটিং করে বরিশাল বুলসকে ফাইনালে তুলেছেন সাব্বির রহমান

মাশরাফি-সাকিবের আরও একটি দ্বৈরথ থামিয়ে দিয়ে দারুণ ব্যাটিং করে বরিশাল বুলসকে ফাইনালে তুলেছেন সাব্বির রহমান। মূলত তার এবং শাহরিয়ার নাফিসের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় সাকিবের রংপুর। দলকে এমন জয় পাইয়ে দেয়ার পরও তৃপ্ত নন সাব্বির। শেষ পর্যন্ত খেলে না আসতে পারার হতাশায় পুড়ছেন এই ব্যাটসম্যান।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাব্বির বলেন, “শেষ করে না আসতে পারার আফসোস রয়েছে। আমার উচিৎ ছিল শেষ পর্যন্ত থাকা। আমি চেয়েছিলাম শেষ ওভারে মাচ না নেয়ার জন্য, এটা করতে গিয়েই আউট হয়েছি।”

তবে দলকে জেতাতে পেরে দারুণ খুশি এই ব্যাটসম্যান। ভালো ব্যাটিং করতে পারায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। পাশাপাশি জানান, নিজের কঠোর অনুশীলনেই ফর্ম ফিরে পেয়েছেন তিনি। আগের দশটা ম্যাচে না হওয়ায় সেমিফাইনালকেই লক্ষ্য হিসেবে নিয়েছিলেন ভালো করার। আর তা করতে পেরে তৃপ্ত এই ব্যাটসম্যান। তিন নম্বরে ব্যাট করতে স্বাচ্ছন্দ বোধ করেন বলেও জানান সাব্বির।

“আমি টি-টোয়েন্টিতে ৩-৪ এ ব্যাট করি। আত্মবিশ্বাস ছিল না বিধায় ৭-৮ নম্বরেও ব্যাট করতে চেয়েছিলাম। প্রথম ছয় ওভারে ব্যাটিং করতে পারলে দলের জন্য ভালো হয়। আমারও আত্মবিশ্বাসটা ভালো থাকে। আমি চেষ্টা করেছি কীভাবে দলের রান রেট বাড়ানো যায় এবং নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়া যায়।”

আগামী মঙ্গলবার একই মাঠে ফাইনালের শিরোপা লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোকাবেলা করবে সাব্বিরের দল বরিশাল বুলস।

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।