প্রতিবন্ধীর জন্য হুইল চেয়ার পাঠালেন সাবেক ইউএনও
তিনি একটা সময় চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। মাঠ প্রশাসনে কাজ করতে গিয়ে জড়িয়ে পড়েন সাধারণ মানুষের মায়াজালে। হাটহাজারী ছেড়ে এলে নানা প্রয়োজনে মানুষ তাকে স্মরণ করেন। বুধবার (১১ আগস্ট) উপজেলার বাসিন্দা শেখ মোরশেদুজ্জামান নামে এক সমাজকর্মী তাকে এক প্রতিবন্ধী বৃদ্ধের কথা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সময়ে দায়িত্ব পালন করা ওই সাবেক ইউএনও বৃদ্ধের খোঁজ-খবর নেন। প্রয়োজনীয়তা বিবেচনায় মোরশেদুজ্জামানের মাধ্যমে পরদিন (বৃহস্পতিবার) বৃদ্ধের জন্য একটি হুইল চেয়ার পাঠান। একই দিন দুপুরে বৃদ্ধের কাছে হুইল চেয়ারটি হস্তান্তর করা হয়।
শেখ মোরশেদুজ্জামান জানান, হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর বক্স। প্রতিবন্ধী এ ব্যক্তির ছেলে-মেয়ে থাকলেও পরিবারটি বেশ অসচ্ছল। টাকার অভাবে তিনি নিজের জন্য একটি হুইল চেয়ার কিনতে পারছিলেন না। তাই ৬৭ বছর বয়সে স্ট্রেচারে ভর দিয়ে চলতে হয় তার। বৃদ্ধের এই অসহায়ত্বের বিষয়টি সাবেক ইউএনওকে ফেসবুকের ইনবক্সে জানানো হয়। খবরের সত্যতা পেয়ে তিনি বৃদ্ধের জন্য একটি হুইল চেয়ার কিনে দেন। এরপর হুইল চেয়ারটি বৃদ্ধের কাছে পৌঁছে দেয়া হয়।
তিনি জানান, এ উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে তাকে সাধারণ মানুষ সুখে-দুঃখে পেয়েছে। এ কারণে লোকজন এখনও তাকে স্মরণ করেন। আমি এক প্রতিবন্ধীর অসহায়ত্বের কথা বলার সঙ্গে সঙ্গে তিনি ব্যক্তিগত পক্ষ থেকে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেন। হুইল চেয়ার পেয়েই প্রতিবন্ধী বৃদ্ধ সাবেক ইউএনওকে দোয়া করেছেন।
জানতে চাইলে উপহার দেয়া সরকারি ওই কর্মকর্তা জাগো নিউজকে বলেন, আমি এক সময় হাটহাজারীর ইউএনও হিসেবে কর্মরত ছিলাম। গত বুধবারে সেখানকার এক ব্যক্তি আমাকে ওই প্রতিবন্ধী বৃদ্ধের বিষয়ে জানান। খোঁজ নিয়ে বৃদ্ধের অসহায়ত্বের কথা জেনে তাকে একটি হুইল চেয়ার দিয়েছি।
মিজানুর রহমান/এমএসএম/এমআরএম/এমএস