না.গঞ্জে গ্রেফতারকৃত এক ডাকাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজারে `ভাই ভাই স্টোর` নামের একটি চালের আড়তে ডাকাতির ঘটনার জের ধরে গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার এক ডাকাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
রোববার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে লোকমান হোসেন নামের ওই ডাকাতের জবানবন্দী রেকর্ড করা হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান রিমান্ডের সত্যতা স্বীকার করেছেন। আর জবানবন্দী দেওয়া লোকমান চাঁদপুর কালীবাড়ি এলাকার ওসমান বেপারীর ছেলে।
এদিকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার অপর তিন ডাকাত এখনও আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তারা হলো মানিক (২৫), লোকমান (২৮), সজীব (২৭) ও সাব্বির (২২)। এর মধ্যে ময়মনসিংহ জেলার ত্রিশাল রামপুর এলাকার মৃত আবদুল লতিফের ছেলে মানিক, একই জেলার সানা মিয়ার ছেলে সজীব, মিলন মিয়ার ছেলে সাব্বির।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার গণপিটুনিতে ৮ জনের মৃত্যুর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনজন চিকিৎসাধীন ও একজনকে জবানবন্দী প্রদান করেছে।
শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি