নিউমার্কেটের ফুটপাতে উচ্ছেদ অভিযান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১১ আগস্ট ২০২১

রাজধানীর নিউমার্কেটের ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (১১ আগস্ট) বিকেলে নিউমার্কেট পোস্ট অফিস সংলগ্ন প্রবেশমুখে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়। এসময় ডি-ব্লক সংলগ্ন ফলের মার্কেটও বুলডোজার চালিয়ে ভেঙে দেয়া হয়।

jagonews24

দীর্ঘদিনের লকডাউন শেষ হওয়ার পর প্রথম দিনই উচ্ছেদ অভিযানে ফুটপাতের দোকানিদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। অভিযানকালে কেউ কেউ কয়েক দিন সময় চেয়ে অনুরোধ করলেও তাতে কাজ হয়নি।

বুধবার (১১ আগস্ট) রাতে নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, ভেঙে ফেলা দোকানপাটের এদিক-সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঠ ও বাঁশসহ মালামাল সরিয়ে নিচ্ছেন দোকানিরা।

jagonews24

জানা গেছে, কিছুদিন পর পর সিটি করপোরেশন অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করলেও রহস্যজনক কারণে কিছুদিনের মধ্যে সেগুলো আবার গড়ে ওঠে।

অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের মদদপুষ্টরা মসোহারার বিনিময়ে এসব দোকানপাট বসান। এ নিয়ে মার্কেট কমিটি ও স্থানীয় নেতাদের মধ্যে বৈরী সম্পর্কের তৈরি হয়েছে।

এমইউ/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।