আস্থা হারাচ্ছে গুগল গ্লাস


প্রকাশিত: ০৯:১৯ এএম, ১৫ নভেম্বর ২০১৪

আস্থা হারাচ্ছে গুগল গ্লাস৷সম্প্রতি এমনই তথ্য সামনে উঠে এসেছে৷ বছর দুয়েক আগে বাজারে খুব ধুমধাম করে এসেছিল গুগল সার্চ ইঞ্জিনের গ্লাস৷ জানা গিয়েছিল এই গ্লাস চোখে পড়লে ইন্টারনেটের সাহায্যে রাস্তার দিক নির্দেশ ছাড়াও বিভিন্ন সুবিধা পাওয়া যাবে বলে দাবি করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে৷ কিন্তু বাজারে আসার পর বিভিন্ন কারণে এই গুগল গ্লাস জনপ্রিয়তা হারাতে শুরু করে৷ এই গুগল গ্লাসে ছিল ফেসবুক, ট্যুইটারের মত মোট ১০০টি জনপ্রিয় অ্যাপ৷

বিশেষজ্ঞদের মত অনুযায়ী জনপ্রিয়তা হ্রাসের কারণ অতিরিক্ত দাম, ইন্টারনেট পরিষেবা ক্রমাগত সমস্যা এবং সিগন্যাল ড্রপ৷এর ফলে ১৫০০ ডলার দিয়ে এই গুগল গ্লাস কেনার পক্ষে অনেকেই বিরূপ মনোভাব প্রকাশ করেছেন৷পাশাপাশি সিগন্যাল ড্রপ হওয়ার ফলে গুগলের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিভিন্ন গ্রাহকেরা৷

অন্যদিকে গুগল সার্চ ইজ্ঞিনের পক্ষ থেকে জানান হয়েছে ২০১৫ সালে নতুন রূপে ফের আত্মপ্রকাশ করবে গুগল গ্লাস৷ এর ফলে গ্রাহকদের মধ্যে গ্লাসের প্রতি আগ্রহ ফের বৃদ্ধি পাবে বলে আশাবাদী সংস্থা৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।