দেশে ফিরেছেন নৌ প্রধান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশ নৌবাহিনীর জন্য গণচীনে নির্মিত যুদ্ধজাহাজ ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’ হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব রোববার দেশে ফিরেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম বিমানবন্দরে নৌপ্রধানকে স্বাগত জানান।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় চীনের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান উচাং শীপ বিল্ডিং অব কোম্পানী লিমিটেডে বাংলাদেশ নৌবাহিনীর জন্য করভেট ক্লাসের জাহাজ দুটি নির্মিত হয়।

যুদ্ধজাহাজ দুটির প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন কমডোর এ কে এম ফারুক হাসান। নির্মিত যুদ্ধজাহাজ দুটি জানুয়ারি মাসে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এসএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।