সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে মানবপ্রাচীর


প্রকাশিত: ০১:১৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৫

সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে টানা ছয় দিনের কর্মসূচির ধারাবাহিকতায় রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানবপ্রাচীর কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

আয়োজকদের দাবি, জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ছাত্রশিবির, ছাত্রদলের অছাত্র, অশিক্ষিত, বিবাহিত, ছিনতাইকারি, অনুপ্রবেশকারি চাঁদাবাজ দ্বারা গঠিত হয়েছে। তাই কমিটি বাতিল করে প্রকৃত ছাত্রলীগের নেতাকর্মী ও ছাত্রদের দিয়ে জেলা ছাত্রলীগের কমিটি গঠনের দাবিতে আহ্বান করা এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে ঘোষিত ছয় দিনের কর্মসূচির অংশ হিসেবে রোববার তৃতীয় দিন জেলা তৃণমূল ছাত্রলীগ নেতা-কর্মীদের ব্যানারে প্রায় ঘণ্টাব্যাপী মানবপ্রাচীর কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এম নিজাম উদ্দিন, সহ-সভাপতি হোসেন আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন সাজু, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব কান্তি দাস, শিক্ষা সম্পাদক মওদুদ আহমদ আকাশ, গণ-শিক্ষা সম্পাদক কনক পাল অরুপ, আইন সম্পাদক টিপু রঞ্জন দাস, পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, উপ-সম্পাদক ফাইয়াদ আহমদ জামিল প্রমুখ।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।