রাজধানীতে ভবন থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২০ পিএম, ০৯ আগস্ট ২০২১
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবন থেকে জিসানুল ইসলাম আকাইদ (৫) নামের এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নন্দীপাড়ার দুই নম্বর রোডে ওই ভবনের দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাবা আব্দুল মালেক জানান, শুক্রবার (৬ আগস্ট) বিকেলে অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে বের হয় জিসানুল। এরপর আর বাসায় ফেরেনি সে। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে খিলগাঁও থানায় অপহরণ মামলা করেন তিনি।

জিসানুলের বাবা বলেন, পুলিশ সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পায়, আমার ছেলেকে রিকশায় করে তুলে নিয়ে গেছে কে যেন। সকালে পুলিশ আমাকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি একটি নির্মাণাধীন ভবনে আমার ছেলেকে মেরে লুকিয়ে রেখেছে। আমি আমার ছেলেকে শনাক্ত করি। কি অপরাধ ছিল এই শিশুটির যে তাকে নির্মমভাবে হত্যা করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা বলেন, মামলা হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে কাজ করছি। সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে দেখা যায় একজন তাকে রিকশায় তুলে নিয়ে যাচ্ছে। আমাদের একাধিক টিম বিষয়টি নিয়ে কাজ করছে। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারিনি। তদন্ত চলছে।

জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।