গার্ড অব অনারে নারীকে বাদের সুপারিশ থেকে সরলো সংসদীয় কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ০৮ আগস্ট ২০২১
ফাইল ছবি

অডিও শুনুন

মৃত্যুর পর বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’ দেয়ার সময় নারী কর্মকর্তাদের বাদ দেয়ার সুপারিশ থেকে সরে এসেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

রোববার (৮ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ২০তম বৈঠকে এ সুপারিশ বাদ দেয়া হয়।

এর আগে গত ১৩ জুন মৃত্যুর পর বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার থেকে নারী কর্মকর্তাদের বাদ দেয়ার সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। এজন্য যেসব এলাকায় নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রয়েছেন সেখানে বিকল্প খোঁজার সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। ফলে তীব্র সমালোচনার মধ্যে পড়ে সংসদীয় কমিটি। এমনকি সংসদ অধিবেশনেও এ নিয়ে অনেকে সমালোচনা করেন। এ ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবিও ওঠে সংসদে।

ওই সুপারিশ করার ব্যাখ্যায় তখন কমিটির সভাপতি শাজাহান খান বলেছিলেন, মহিলা ইউএনও গার্ড অব অনার দিতে গেলে স্থানীয় পর্যায়ে অনেকে প্রশ্ন তোলেন। নারীরা তো জানাজায় থাকতে পারেন না।

আজকের বৈঠকের কার্যবিবরণীতে দেখা গেছে, ওই বৈঠকের সিদ্ধান্ত তালিকায় ‘গার্ড অব অনারে নারী কর্মকর্তা’ বাদ দেয়ার সুপারিশটি নেই। তবে ওই বিষয়টি কমিটির সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম যে আগের বৈঠকে তুলেছিলেন কার্যবিবরণীতে সেটি উল্লেখ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি শাজাহান খান টেলিফোনে জাগো নিউজকে বলেন, আমরা ওই ধরনের সুপারিশ থেকে সরে এসেছি। সেদিন আসলে এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছিল।

এদিকে বৈঠকে মুক্তিযোদ্ধা সংসদ ও কল্যাণ ট্রাস্টের জমিজমা সংক্রান্ত কাগজপত্র হালনাগাদের অগ্রগতি সম্পর্কিত তথ্যাদি আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

এ বিষয়ে শাজাহান খান বলেন, তারা কল্যাণ ট্রাস্টের এবং মুক্তিযোদ্ধা সংসদের জমিজমার বিষয়ে হালনাগাদ তথ্য আমাদের জানাবে। এজন্য আমরা মন্ত্রণালয়কে একটি কমিটি করতে বলেছি। কল্যাণ ট্রাস্টের প্রচুর সম্পত্তি। অনেক সম্পত্তি বেদখল হয়ে গেছে। পুরোটার হিসাব আমরা করতে চাই।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সব সরকারি হাসপাতালের পাশাপাশি ২২টি বিশেষায়িত হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। এছাড়া জেলা অথবা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অফিস নিচতলায় স্থাপন করার লক্ষ্যে বিদ্যমান দোকান স্থানান্তরের সুপারিশও করা হয়।

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কাজী ফিরোজ রশীদ এবং এ কে এম রহমাতুল্লাহ বৈঠকে অংশ নেন।

এইচএস/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।