বেনাপোলে বিরল প্রজাতির ৮৭৪টি কচ্ছপ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২২ এএম, ১৩ ডিসেম্বর ২০১৫

ভারত থেকে অবৈধ পথে পাচার হয়ে আসা ৮৭৪টি বিরল প্রজাতির রঙিন কচ্ছপের একটি চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার বেলা ১১টার দিকে যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকা থেকে এ কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কচ্ছপের মূল্য ২ কোটি ১৮ লাখ টাকা বলে বিজিবি জানায়।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী সরকারের নেতৃত্বে বিজিবির একটি টহলদল কাগজপুকুর এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কচ্ছপের চালান ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৮৭৪টি ভারতীয় বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে। উদ্ধারকৃত কচ্ছপগুলো যশোর বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরে জমা দেয়া হয়েছে বলে বিজিবির অধিনায়ক জানান।

জামাল হোসেন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।