৯৯৯-এ কল, আসল পুলিশের হাতে নকল পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০৮ আগস্ট ২০২১

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তির ফোনকলে পুলিশ পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করেছে রংপুরের মিঠাপুকুর থানা পুলিশ।

আটক হওয়া ব্যক্তিরা হলেন- দুলাল মিয়া (৩০) ও কামরুজ্জামান (৩১)।

রোববার (৮ আগস্ট) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার সকাল সাড়ে ৭টায় রংপুরের মিঠাপুকুর থানার কোনাপাড়া থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাদের এলাকায় দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে ঘোরাঘুরি করছে। পুলিশ পরিচয় দেয়া ব্যক্তিরা জানান, তারা আসামি ধরতে এসেছেন। তাদের আচরণে এলাকার লোকজনের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে ওই ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করেন।

৯৯৯ কল সেন্টার তাৎক্ষণিকভাবে বিষয়টি মিঠাপুকুর থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

মিঠাপুকুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর আলম ৯৯৯-কে জানান, তারা ঘটনাস্থল থেকে পুলিশ পরিচয় দেয়া দুই ব্যক্তিকে আটক করেছেন।

এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিটি/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।