ক্ষুদেবার্তা না পেয়ে টিকা কেন্দ্রে না যাওয়ার পরামর্শ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৮ আগস্ট ২০২১

ক্ষুদেবার্তা না পেয়ে করোনা টিকাদান কেন্দ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের (সিডিসি) লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘ক্ষুদে বার্তা না পেয়ে অনেকেই টিকাদান কেন্দ্রে ভিড় করছেন। অনেক কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় থাকছে না। ফলে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি তৈরি হচ্ছে।’

গণটিকাদান কেন্দ্রে যেন ভিড় না হয় সে লক্ষ্যে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি বৃদ্ধি করা প্রয়োজনে বলে জানান তিনি।

রোববার (৮ আগস্ট) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে নারী তুলনায় পুরুষের সংখ্যা বেশি। তবে গর্ভবর্তী নারীরাও করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনাকালে চিকিৎসক নার্স ও মেডিকেল টেকনোলজিস্টরা সাধারণ ছুটি নিতে পারছেন না। তারা ছুটি নিলে স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হবে। তাই তারা স্যাক্রিফাইস করে ছুটি নিচ্ছেন না। করোনার সংক্রমণ থেকে মুক্ত থাকতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

এমইউ/ইএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।