সচিব পদে রদবদল


প্রকাশিত: ০৭:৪২ এএম, ১৩ ডিসেম্বর ২০১৫

সরকারের শীর্ষ পর্যায়ের ছয় সচিব পদে রদবদল করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আদেশ জারি করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মেছবাহ-উল আলমকে ভূমিসচিব, টেলি পরিকল্পনা কমিশনের হুমায়ুন খালিদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিসিএস (প্রশাসন) একাডেমির রেক্টর সোহরাব হোসাইনকে শিক্ষা সচিব, পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক এন এম জিয়াউল আলমকে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরীকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

এছাড়া ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মো. আব্দুর রব হাওলাদারকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।