স্বজনদের আহাজারিতে ভারী ঢামেক মর্গ এলাকা

মনিরুজ্জামান উজ্জ্বল
মনিরুজ্জামান উজ্জ্বল মনিরুজ্জামান উজ্জ্বল , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৭ আগস্ট ২০২১

‘আমার মা কই? ও মা, কই গেলা? আম্মাগো...’

শনিবার দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গের সামনে বাবাকে জড়িয়ে ধরে এভাবেই চিৎকার করে কাঁদছিল আট বছরের শিশু সুমা আক্তার। কিছুক্ষণ আগেই স্বজনরা তার মা উর্মিতা আক্তারের মরদেহ নিয়ে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন।

jagonews24

আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় মায়ের মরদেহটিও শেষবারের মতো দেখতে পারেনি ছোট্ট শিশু সুমা আক্তার।

শুধু সুমা আক্তার একা নয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া ২১ জনের মরদেহ বুঝে নেয়ার সময় স্বজনদের কান্না, আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে ওঠে ঢামেক মর্গ এলাকা।

DMC-3.jpg

আজ (শনিবার) নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও সিআইডির তত্ত্বাবধানে মরদেহগুলো স্বজনদের হাতে তুলে দেয়া হয়। মরদেহ বুঝিয়ে দেয়ার আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রত্যেককে দাফনের জন্য ২৫ হাজার টাকাসহ মরদেহগুলো স্বজনদের বুঝিয়ে দেয়া হয়।

সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, মরদেহ বুঝে নেয়ার সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ মাটিতে লুটিয়ে কান্না জুড়ে দেন। তারা অগ্নিকাণ্ডের ঘটনায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের মালিকদের বিচার দাবি করেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ নুরুন্নবী জানান, অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দাফনের জন্য প্রত্যেককে ২৫ হাজার টাকা দেয়া হয়েছে। আজকের ২১টিসহ মোট ৪৫টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

DMC-3.jpg

এর আগে সিআইডির ডিএনএ ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার মাধ্যমে শনাক্ত মোট ৪৫ জনের মধ্যে ৪ আগস্ট ২৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়। নিহত ৪৮ জনের মধ্যে বাকি তিনজনের পরিচয় শনাক্ত না হওয়ায় সেগুলো আপাতত ঢামেক মর্গেই থাকবে।

গত ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত সেজান জুসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়। তাদের মধ্যে ৪৮টি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় ১০ জুলাই একটি হত্যা মামলা করে পুলিশ। পরে তদন্তের দায়িত্ব পায় সিআইডি। মরদেহ পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় মরদেহ ও স্বজনদের কাছ থেকে নেয়া ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিআইডির ল্যাবে পাঠানো হয়।

এমইউ/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।