মামলা থেকে অব্যাহতি পেতে সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে একটি ঘটনাকে কেন্দ্র করে দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি পেতে সংবাদ সম্মেলন করেছেন বিবাদী পক্ষরা। রোববার বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার প্রধান আসামি হাজী মো. বিল্লাল মিয়ার ছেলে মাসুদ রানা রুবেল।
লিখিত বক্তব্যে রুবেল বলেন, গত ১ ডিসেম্বর একটি অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী শিক্ষক নজরুল ইসলাম তার ব্যক্তি স্বার্থে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয় ক্যাম্পাসে একত্রিত করেন। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে কুৎসা রটাতে থাকেন। কে বা কার সঙ্গে তর্ক-বিতর্কে জড়ানোর এক পর্যায়ে নিচে পড়ে গিয়ে তিনি আঘাত পান। এ ঘটনাকে কেন্দ্র করে নজরুল ইসলাম আমার বাবা মো. বিল্লাল মিয়াসহ আমাদের পরিবারের সদস্যদের আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলাকে তিনি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে মামলা থেকে অব্যাহতি পেতে সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামিসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস