আজকের ধাঁধা : ১৩ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০৪:৪১ এএম, ১৩ ডিসেম্বর ২০১৫

ধাঁধা :
১. ‘আছাড় দিলে ভাঙে না,
     টিপ দিলে গলে।
     এক বেলা না পেলে
     বাঙালির না চলে।’
- কী হতে পারে?

২. ‘আচার্য মহাশয় বলেন,
     কী আশ্চর্য কথা!
     কোন কালে কে শুনেছে
     ফলের আগায় পাতা।’
- বলুন তো এটা কী?

৩. ‘আড়াই শত থেকে
     পাঁচ পঞ্চাশ গেলে,
     কালিদাসের ধাঁধায়
     আর কতো পেলে?’
- কত পাওয়া যাবে?

৪. ‘আঘাত নয়,
     দেশের নাম।
     বলতে পারলে
     পাবে সম্মান।’
- কে বলতে পারবে?

উত্তর :
১. ভাত
২. আনারস
৩. শূন্য
৪. ঘানা

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।