আজকের ধাঁধা : ১৩ ডিসেম্বর ২০১৫
ধাঁধা :
১. ‘আছাড় দিলে ভাঙে না,
টিপ দিলে গলে।
এক বেলা না পেলে
বাঙালির না চলে।’
- কী হতে পারে?
২. ‘আচার্য মহাশয় বলেন,
কী আশ্চর্য কথা!
কোন কালে কে শুনেছে
ফলের আগায় পাতা।’
- বলুন তো এটা কী?
৩. ‘আড়াই শত থেকে
পাঁচ পঞ্চাশ গেলে,
কালিদাসের ধাঁধায়
আর কতো পেলে?’
- কত পাওয়া যাবে?
৪. ‘আঘাত নয়,
দেশের নাম।
বলতে পারলে
পাবে সম্মান।’
- কে বলতে পারবে?
উত্তর :
১. ভাত
২. আনারস
৩. শূন্য
৪. ঘানা
এসইউ/এমএস