যেসব রুটে ফ্লাইট চলবে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ০৫ আগস্ট ২০২১

অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের উপর সরকার বিধিনিষেধ শিথিল করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের সুবিধার্থে শুক্রবার (৬ আগস্ট) থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ সকল রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রামে ২টি, সৈয়দপুরে ২টি, সিলেট, কক্সবাজার, রাজশাহী, বরিশাল ও যশোরে ১টি করে ফ্লাইট পরিচালনা করবে।

এছাড়াও আগামী ৭ আগস্ট, শনিবার থেকে চট্টগ্রামে ৩টি, সৈয়দপুরে ৩টি, সিলেটে ২টি, কক্সবাজারে ২টি, বরিশালে ২টি, যশোরে ২টি ও রাজশাহীতে ১টি করে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

বিমানের যে কোনো সেলস অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্সি অথবা বিমান ওয়েবসাইট, অ্যাপ থেকে বিকাশ, রকেট, ভিসা, মাস্টার কার্ড বা এমেক্স কার্ডের মাধ্যমে বিমানের সকল রুটের টিকিট ক্রয় করতে পারবেন।

ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com, বৃহস্পতিবার (৫ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমইউ/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।