বেইজিংয়ের রাস্তায় চালকবিহীন গাড়ি


প্রকাশিত: ০৪:১৩ এএম, ১৩ ডিসেম্বর ২০১৫

বেইজিংয়ে প্রধান কার্যালয়ের সামনে চালকবিহীন গাড়ির সফল পরীক্ষা চালিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান বাইদু। প্রতিষ্ঠানটি জানায়, এটি ছিল একটি বিএমডব্লিউ ৩ সিরিজের গাড়ি। একজন মানুষসহ গাড়িটি সফলভাবে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। খবর বিবিসির।

গাড়িটি ইউ-টার্ন থেকে শুরু করে লেন পরিবর্তন, ম্যাপ থেকে ট্রাফিক চিহ্নিতকরণসহ সবধরনের কৌশল আয়ত্ত করেছে বলেও জানানো হয়। চালকবিহীন গাড়িটির পথ চেনার জন্য ত্রিমাত্রিক রোড ম্যাপের লাইব্রেরি তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

বাইদু’র সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং প্রতিষ্ঠানটির চালকবিহীন গাড়ি নির্মাণ ইউনিটের জেনারেল ম্যানেজার ওয়াং লিং জানান, ব্যস্ত রাস্তার জন্য চালকবিহীন সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি তৈরি আসলেই বিশাল একটি চ্যালেঞ্জ। আর বেইজিংয়ের রাস্তার তীব্র জটিলতার সঙ্গে আছে গাড়িচালকদের অনিশ্চিত আচরণ।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।