নারায়ণগঞ্জে ছাত্রীর আত্মহত্যা : তদন্তের নির্দেশ শিক্ষামন্ত্রীর


প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১২ ডিসেম্বর ২০১৫

নারায়ণগঞ্জে শিক্ষক কর্তৃক এক ছাত্রীর অপমানিত হয়ে আত্মহত্যার ঘটনার অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। শনিবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তিনি এ নির্দেশ দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার একটি জাতীয় দৈনিকে ‘পরীক্ষা থেকে বহিষ্কৃত স্কুলছাত্রীর আত্মহত্যা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

উক্ত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন ওও নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন।

এনএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।