করোনায় হেফাজত নেতা মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৪ আগস্ট ২০২১
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্ত্রী মরিয়ম বেগম (৭৭)।

বুধবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরিয়ম বেগম সম্পর্কে হেফাজতের আমির জোনায়েদ বাবুনগরীর মামিও।

মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস।

তিনি বলেন, ‘হেফাজতের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুলাহ বাবুনগরীর স্ত্রী মারা গেছেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও আট মেয়ে রেখে গেছেন। তার ছেলেরা সবাই বাবুনগরী মাদরাসার শিক্ষক এবং বড় ছেলে মাওলানা আইয়ুব বাবুনগরী হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব।’

মাওলানা মীর ইদ্রিস জানান, বুধবার রাত সাড়ে ৯টায় বাবুনগর মাদরাসা মাঠে তার জানাজার নামাজ হবে।

মিজানুর রহমান/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।