চাঁদপুরের ৩টি পৌরসভায় ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১২ ডিসেম্বর ২০১৫

চাঁদপুরের কচুয়া, হাজীগঞ্জ ও মতলব উত্তরের চেঙ্গারচর পৌরসভায় ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার তাদের আপিল আবেদন শনিবার শুনানি শেষে খারিজ করে দিলে মনোনয়নপত্র স্থায়ীভাবে বাতিল হয়ে যায়। তারা হলেন, কচুয়া পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জল, চেঙ্গারচর পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সানাআরুল আবেদীন ও হাজীগঞ্জ পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী শাহবুদ্দিন শাহীন।

চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল জাগো নিউজকে জানান, আপিল আবেদনকারী মেয়রদের কাগজপত্র সঠিক ছিল না বিধায় তাদের আবেদন বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, চেঙ্গারচর পৌরসভায় বিএনপির মনোনীত প্রার্থীর আপিল আবেদন বাতিল হওয়ায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জর্জ ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় আগামীকাল রোববার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ঘোষণা দেয়ার সম্ভাবনা রয়েছে।

ইকরাম চৌধুরী/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।