দিল্লিতে ফের চলন্ত গাড়িতে গণধর্ষণ
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আবারো ফিরে এসেছে তিন বছর আগের ভয়াবহ সেই ‘চলন্ত গাড়িতে’ ধর্ষণ আতঙ্ক। নির্ভয়া কাণ্ডের স্মৃতি উস্কে আবারো দিল্লির রাজপথে চলন্ত গাড়িতে এক নাবালিকা ছয়জনের গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম দিল্লির রানহোলাতে এ ঘটনা ঘটে। এই এলাকাতেই গত অক্টোবর মাসে গণধর্ষণের শিকার হয়েছিল দু’বছরের এক শিশু।
বৃহস্পতিবারের ঘটনা সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী ওই নিগৃহীতা ক্লাস এইটের ছাত্রী। জানা গেছে, অভিযুক্ত দু’জনের পূর্বপরিচিত সে। সেদিন স্কুল পালিয়ে এই দু’জনের সঙ্গে দেখা করে ওই নাবালিকা।
পুলিশ জানায়, ওই দু’জনই প্রথমে তাকে জোর করে গাড়িতে তোলে। পরে আরো চারজন তাদের সঙ্গে যোগ দেয়। গাড়ির মধ্যেই মেয়েটির উপর পৈশাচিক যৌন অত্যাচার চালায় তারা। পুলিশেরই একটি কন্ট্রোলরুম ভ্যান গাড়িটিকে তাড়া করে মেয়েটিকে উদ্ধার করে। অভিযুক্ত ছ’জনের মধ্যে পাঁচ জনকেই ধরে ফেলে পুলিশ। পালিয়েছে একজন। যে গাড়িটি অভিযুক্তরা ব্যবহার করেছিল, জানা গেছে- সেটি একটি কল সেন্টারের। অভিযুক্তদের একজন ওই কল সেন্টারের কর্মী।
এসএইচএস/আরআইপি