জাফরুল্লাহ চৌধুরীর নিজস্ব কোনো ফেসবুক পেজ নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ০২ আগস্ট ২০২১
ফাইল ছবি

গণস্থাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর নিজস্ব কোনো ফেসবুক পেজ নেই। কে বা কারা ডা. চৌধুরীর নামে ফেসবুক পেজ খুলে উদ্দেশ্যমূলক বক্তব্য প্রদান করছে।

এ ব্যাপারে একাধিকবার থানায় জিডি করা হয়েছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্যের গণমাধ্যমে উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

সোমবার (২ আগস্ট) গণস্থাস্থ্য কেন্দ্রের এক ফেসবুক পোস্টে তিনি জানান, এ ব্যাপারে ধানমন্ডি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কিন্তু তবুও তার নামে ভুয়া আইডি খুলে বক্তব্য প্রচার করা হচ্ছে।

গত বছরের ২৪ মার্চ ধানমন্ডি মডেল থানায় করা জিডিতে উল্লেখ করা হয়, ‘আমি ডা. জাফরুল্লাহ চৌধুরী ট্রাস্টি, গণস্বাস্থ্য কেন্দ্র। আমার ব্যক্তিগত মোবাইল নম্বর আছে, যা আমি নিয়মিত ব্যবহার করছি। কিন্তু আমার কোনো ফেসবুক আইডি নেই। কে বা কারা আমার নাম দিয়ে অথবা কীভাবে যেন ইন্টারনেটের মাধ্যমে আমার নামে ফেসবুক পোস্ট করছে আমাকে বিপদগ্রস্ত করার জন্য। বিষয়টি আমি নিজেও জানি না। এ বিষয়ে আপনার থানায় সাধারণ ডায়েরীকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

এইচএস/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।