কর্ণফুলী-হালদা নদীতে অভিযান, ৪০ হাজার মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:১৯ এএম, ০২ আগস্ট ২০২১

চট্টগ্রামের কর্ণফুলী ও হালদা নদীতে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে সদরঘাট থানা নৌ-পুলিশ। একইসঙ্গে জাল বসানোর বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

রোববার (১ আগস্ট) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্ণফুলী নদীর কালুরঘাট ব্রিজ থেকে হালদা-কর্ণফুলীর মোহনা এবং হালদা নদীর ছায়ার চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, ‘ঈদুল আজহা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ অবৈধ মাছ শিকারিরা হালদা ও কর্ণফুলী নদীর বিভিন্ন স্থানে জাল পেতে রাখে। রোববার অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার জাল ও জাল বসানোর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। অবৈধ মাছ শিকারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

মিজানুর রহমান/এএএই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।