সাংসদের কোলে প্রধানমন্ত্রী, মারামারি (ভিডিও)


প্রকাশিত: ১১:১০ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। ফুলের তোড়া হাতে এগিয়ে আসলেন এক সংসদ সদস্য। উদ্দেশ্য প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন তিনি। এ রকমই ভাবনা ছিলো সবার। কিন্তু সবাইকে চমকে দিয়ে প্রধানমন্ত্রীকে ফুল দিতে গিয়ে ক্ষোভ ঝাড়লেন ওই সাংসদ। ঘটনাটি ঘটেছে ইউক্রেনের পার্লামেন্টে।

ইউএসএ টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইউক্রেনের পার্লামেন্টে প্রধানমন্ত্রী আর্সেনেই ইয়েৎসেনিউক সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের মাঝামাঝি সময়ে প্রেসিডেন্ট পেত্রো পেরশেঙ্কোর সলিডারিটি দলের সংসদ সদস্য ওলেগ বার্না ফুলের তোড়া নিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যান। এ সময় তিনি প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া দিতে গিয়ে কোলে তুলে ডায়াচ থেকে বাইরে নিয়ে আসেন।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্যদের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় প্রধানমন্ত্রীকে ওই সাংসদের কোল থেকে ছাড়িয়ে নিতে বেশ বেগ পেতে হয়। ওলেগ বার্না নামের ওই সংসদ সদস্য এর আগে দেশটির সবচেয়ে অজনপ্রিয় এই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করেন। পরে বার্নাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।



এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।