শ্রমিক ছাঁটাই না করার অনুরোধ শ্রম প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২৯ জুলাই ২০২১

করোনার এই দুর্যোগ সময়ে শ্রমিক ছাঁটাই এবং শিল্প কলকারখানায় কোনো ধরনের লে-অফ ঘোষণা না করতে মালিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এক বিবৃতিতে আরএমজি এবং নন-আরএমজিসহ সব ধরনেরর শিল্প ও কলকারখানা মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তিনি এ অনুরোধ জানান।

বিবৃতিতে তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই বিধিনিষেধের আওতায় সব ধরনের কলকারখানা বন্ধ রয়েছে। এই দুর্যোগ মুহূর্তে কোনো শ্রমিক ছাঁটাই এবং কোনো ধরনের শিল্প-কলকারখানায় লে-অফ ঘোষণা না করতে মালিকদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি।

করোনা মহামারি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের জন্য দুর্যোগ বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাই মিলে একসঙ্গে এ দুর্যোগ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

আইএইচআর/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।