ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রীর ঢাকা ত্যাগ


প্রকাশিত: ০১:০৪ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

একটি সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা জানিয়ে শুক্রবার তিনদিনের বাংলাদেশ সফর শেষ করেছেন ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস ভার্মা।

বাংলাদেশে অবস্থানকালে তিনি যুক্তরাজ্যের অর্থায়নে ঢাকায় পরিচালিত প্রকল্পগুলো পরিদর্শন করেন।

শুক্রবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

ব্রিটিশ মন্ত্রী বাংলাদেশে তাদের উন্নয়ন ও বেসরকারি খাতের অংশীদার, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

এছাড়াও যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর কয়েকজন সুবিধাভোগির সঙ্গেও তিনি মতবিনিময় করেন। পরে তিনি ঢাকা ত্যাগ করেছেন।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।